চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনয় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ দল) একাংশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন প্রফেসর ড. বশির আহাম্মেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ড. মো. দানেশ মিয়া, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল মনসুর, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, প্রফেসর ড. তুনাজিনা সুলতানা, প্রফেসর ড. মঈন, প্রফেসর ড. উদিতি দাস, প্রফেসর ড. রফিকুল আলম, প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ, ড. শাহনেয়াজ, ড. জাপান বড়ুয়া, মরিয়ম ইসলাম, সদরুল আলম কনক প্রমুখ।
মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ ও আইন বিভাগের প্রফেসর ড. রাকিবা নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ে হলুদ দলের সদস্যরা অতিসত্বর দলের স্টিয়ারিং কমিটির নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও উন্নয়নে হলুদ দলের যথাযথ ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।