বিশ্ব নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্তন ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে স্তন ক্যান্সারের উপসর্গ, সেল্ফ টেস্টসহ বিভিন্ন নিময়কানুন আলোচনা করা হয়।
রোববার (৮ মার্চ) দুপুরে হিমু পরিবহন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটি উদ্বোধন করেন জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. হেলাল উদ্দিন। এতে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মিনা আহমেদ। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের স্তন ক্যান্সারের সেল্ফ টেস্টের বিভিন্ন নিময় কানুনের বিষয়ে প্রশিক্ষণ দেন। এছাড়া এই ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন কৌশল বর্ণনা করেন।
সেমিনারে আরও আলোচনা করেন সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা, জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক সুকন্যা বাশার। কর্মশালা শেষে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়।
উল্লেখ্য, হিমু পরিবহন জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের একটি সংগঠন। এটি ২০১৩ সাল থেকে নিয়মিত সারাদেশে ক্যান্সার সচেতনতাসহ সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এএইচ