চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিশুকে বলৎকারের চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলকে আহ্বায়ক ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এতে সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলামকে সদস্য করা হয়েছে।
চবি’র ফরেস্ট্রি ইনিস্টিউট মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বালককে বলৎকার চেষ্টার ঘটনা তদন্তে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) বিকালে পাঁচটার দিকে মাস্টারদা সূর্যসেন হলে ইমাম শহিদুল ইসলামকে হলের এক ক্যান্টিন বয়কে বলৎকার চেষ্টার অভিযোগে মারধর করা হয়।
শহিদুল ইসলাম হাটহাজারী উপজেলার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে। তিনি মাস্টারদা সূর্যসেন হলের ক্যান্টিনে কর্মরত এক বয়কে বলৎকারের চেষ্টা করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এর আগে আবাসিক হল এ এফ রহমানে হলের ইমামের দায়িত্বে থাকাকালীনও শহিদুলের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ উঠে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফরেস্ট্রি মসজিদের ইমামের বিরুদ্ধে বলৎকার সংক্রান্ত বিষয়ে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এমআইটি/কেএস