চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মূল ফটকে ছাত্রলীগের তালা

প্রশাসনের সন্দেহ, পেছনে অভ্যন্তরীণ ঝামেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে সিএনজিচালক মারধর করেছে— এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেছে শাখা ছাত্রলীগের ‘সিক্সটি নাইন গ্রুপ’। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এর পেছনে নিজেদের অভ্যন্তরীণ ঝামেলা থাকতে পারে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় ছাত্রলীগকর্মীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে প্রায় এক ঘন্টা পর সেই তালা খুলে দেওয়া হয়।

সিক্সটি-নাইন গ্রুপের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার তাদের এক কর্মীকে মারধর করে ক্যাম্পাসের এক সিএনজিচালক। এর আগে সোমবার ক্যাম্পাসের ভেতর থেকে সিক্সটি-নাইন গ্রুপের এক কর্মীর মোবাইল ফোন ছিনতাই করা হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, গতকাল এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের পর আজ আবার সিএনজিচালক নাকি এক শিক্ষার্থীকে মারধর করেছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়েছে বলে শুনেছি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, সিএনজিচালক এক শিক্ষার্থীকে মারধর করেছে— এমন অভিযোগে তারা মূল ফটকে তালা দিয়েছে। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি।

তিনি আরও বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটলে লিখিত অভিযোগ দেওয়ার সুযোগ আছে। তবে এ ঘটনার পেছনে নিজেদের অভ্যন্তরীণ ঝামেলা থাকতে পারে।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm