চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পক্ষ থেকে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১১ মে) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়।
প্রদীপ চক্রবর্তী দুর্জয় এ সময় বলেন, বীর চট্টলার সিংহপুরুষ আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতীতেও মাঠে থেকে ছিন্নমুল মানুষের জন্য কাজ করেছে। এই ধারাবাহিকতায় আজকেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি আমরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্রলীগ সাধ্যমত মানুষের পাশে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম সাইদ, মুজিবুর রহমান, রাজু মুন্সি, সম্রাট, নেছারুল করিম, সৈয়দ আমিন হুসেন, ফরাজী সজীব, রায়হান রেজা, মাহফুজ, শিবলু, লোটাস প্রমুখ।
সিপি