চবিতে ম্যুরাল বসলো বঙ্গমাতার জন্মদিনে

বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থাপন করা হয়েছে বঙ্গমাতার ম্যুরাল।

রোববার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে এই ম্যুরালটি উন্মাচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এ মহিয়সী রমণী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সব ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ম্যুরাল উন্মাচনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত প্রমুখ।

পরে বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm