ভর্তিচ্ছুকে র‌্যাগিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলে চবি কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জিহাদ হোসেন,একই শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরাফাত এবং লোকপ্রশাসন বিভাগের আরশীল আজিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরিবহন দপ্তরে একটি দোকানে ওই তিন শিক্ষার্থী এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে র‌্যাগ দিচ্ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, আমাদের একটি টিম টহলরত অবস্থায় ওই তিন শিক্ষার্থীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!