চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন একদল শিক্ষার্থী

মারধরের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন একদল শিক্ষার্থী।

চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন একদল শিক্ষার্থী 1

সোমবার (৬ জানুয়ারি) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই ছাত্রলীগ কর্মী রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার নাম সাজ্জাদ হোসেন।

জানা গেছে, রাজনীতিবিজ্ঞান বিভাগের ৫০৬ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে সাজ্জাদ এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। এ খবর পেয়ে বেলা একটা থেকে রাজনীতিবিজ্ঞান বিভাগের সামনে এসে অবস্থান নেন একদল শিক্ষার্থী। ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সেখানে ছাত্রদলের কিছু নেতাকর্মীও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশেষ একটি কক্ষে বসে পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হতেই শিক্ষার্থীদের একটি দল তাকে ধরে ফেলেন। এ সময় তাকে মারধরও করা হয়। এ সময় সেখানে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও উপস্থিত ছিলেন। রাফি এর আগে তার ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়ে জানান— ‘শহীদ হৃদয় তরুয়া’র হ’ত্যার আসামী আজকে চবি ক্যাম্পাসে আসছে পরীক্ষা দিতে। খু’নীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’

জানা গেছে, মারধরের পর একদল শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সাজ্জাদকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানেও তাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় পুলিশ এসে তাকে নিয়ে যায়।

শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মী সাজ্জাদ জুলাইয়ের গণঅভ্যূত্থান চলাকালে শিক্ষার্থীদের হুমকি ছাড়াও ফেসবুকে কটূক্তিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন। ওই সময় বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় সাজ্জাদকে বর্জনের সিদ্ধান্তও নেন। তবে বিশেষ ব্যবস্থায় আলাদা একটি কক্ষে গত ১ ডিসেম্বর থেকে রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের মোট সাতটি পরীক্ষা দিয়েছেন সাজ্জাদ। তার আরও চারটি পরীক্ষা বাকি আছে।

এদিকে সাজ্জাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত বলে শিক্ষার্থীরা অভিযোগ তোলেন।

গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm