চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির বাধায় তাদের আন্দোলন আধা ঘণ্টার মধ্যেই পণ্ড হয়ে যায়। এ সময় আন্দোলনরত কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালু করা। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সব বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ আছে। আমরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে আমাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। তারা আমাদের বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে, নাহলে আমাদের ওপর লাঠিচার্জ করবে।
শিক্ষার্থীরা আরও জানান, আমরা করোনাকালীন ব্যাচ। করোনা পরিস্থিতি মোকাবেলার পর অটোপাশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিট চাইছি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হোক। এটা আমাদের অধিকার। শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে বইয়ের সঙ্গে, রাস্তায় আন্দোলনের সঙ্গে নয়। রাবি, জাবি, গুচ্ছসহ সকল বিশ্ববিদ্যালয় করোনাকালীন ব্যাচের ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে। তবে চবি কেনো দিবে না?
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আন্দোলনকারীরা আমাদের অনুমতি না নিয়ে প্রশাসনিক ভবনের সামনে মাইক ব্যবহার করছিল। অনুমতি ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসের ভেতরে আন্দোলন করতে পারে না। সেজন্য তাদের সরে যেতে বলেছি, তারা সরে গেছে।
আন্দোলনকারীদের মোবাইল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের একজন আমাদের বক্তব্য ভিডিও করছিল। এজন্য মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল। পরে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে।
এমআইটি/ডিজে