চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে কিনা জানা যাবে বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল)। একই সাথে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে তাও জানা যাবে ওইদিনই।

সোমবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির দুজন সদস্য।

তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার জন্য চিঠি পাঠানো হয়েছে। একই সাথে চিঠিতে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার বিষয়েও বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই দুই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের একজন ডিন নাম প্রকাশ না করা শর্তে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, করোনাকালীন সময়ের পরীক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার পক্ষে আমি।

তিনি বলেন, করোনার কারণে অনেকেই সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। বৃহস্পতিবারের সভায় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm