চবিতে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার ৪ ছাত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৪ জন শিক্ষার্থী। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পাশে টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে।

৪ শিক্ষার্থীর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্য তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন।

ছিনতাইয়ের শিকার অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবীর হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমরা চারজন টেলিটক পাহাড়ে বসেছিলাম। হঠাৎ মুখোশধারী ৬ থেকে ৮ জন রামদা নিয়ে আমাদের আক্রমণ করে। এসময় আমাদের থেকে চারটি মোবাইল ও নগদ প্রায় আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। প্রথমে দিতে না চাইলে রামদার উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরির বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!