চবিতে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’, নতুন উপাচার্য না এলে সব বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস, ফটক ও বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে তালা ঝুলিয়ে দেয়।

চবিতে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’, নতুন উপাচার্য না এলে সব বন্ধ 1

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ছয়টার দিকে এসব জায়গায় তালা ঝুলিয়ে দেয়। এর আগে উপাচার্য নিয়োগের দাবিতে সকাল ও বিকেলে দুই দফা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ‘ঢাবি-জাবি স্বর্গে, চবি কেন মর্গে?’, ‘ভিসি নিয়ে নয়- ছয় আর নয় আর নয়’, ঢাবি রাবি ভিসি পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘ঢাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়’, ‘বৈষম্য মানি না, মানবো না, মানবো না’সহ নানা ধরনের স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের থাকার কথা ছিল ক্লাসে। কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি এই শহীদ মিনারে দাঁড়াতে। দীর্ঘদিন ধরে আমরা উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছি। একটি কুচক্রী মহল আমাদের শিক্ষাজীবন ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদেরকে নিয়ে যদি আর কোনো ষড়যন্ত্র করা হয় আমরা এর জবাব দেব। আমরা শহীদ তরুয়া ও ফরহাদের উত্তরসূরী।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরেও কোনো সমাধান পাইনি। তাই আজ থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক জিরো পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটে ইতোমধ্যেই তালা দেওয়া হয়েছে। উপাচার্য এসেই এই তালা খুলবেন। এর আগ পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে।’

এমআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm