চবিতে ঢাবির ভর্তিচ্ছুদের মহিলা অভিভাবকরা বিশ্রাম নেবেন আবাসিক হলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের জন্য খোলা থাকবে ছাত্রীদের তিনটি আবাসিক হল।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের জন্য পরীক্ষা চলাকালে আগামী শুক্রবার ও শনিবার (১-২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল ও শামসুন নাহার হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া ভর্তি পরীক্ষার প্রথম দুইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে একটি শাটল ট্রেন চলাচল করবে।

ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ট্রেনটি শহরে ফিরবে।

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!