চবিতে ঝোঁপের মধ্যে মিললো সাবেক নিরাপত্তাকর্মীর লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের বাঁশঝাড় থেকে মনির আহমেদ (৭৫) নামের এক সাবেক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত মনির আহমেদ (৭৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি চবির বিজ্ঞান অনুষদের সামনের কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। চাকরি থেকে অবসর নিলেও বিশ্ববিদ্যালয়ের অনুষদের পিছনে লাকড়ি সংগ্রহ করতে আসতেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বাঁশঝাড়ে মনির আহমেদকে পড়ে থাকতে দেখতে পান ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মনির আহমেদ হৃদরোগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওনার ছেলে যদি বাদি হয়ে অপমৃত্যুর মামলা করেন। তারপর আমরা ময়নাতদন্তের মাধ্যমে সঠিক কারণ উদঘাটন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!