চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়াকে ‘অবৈধ’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছে শাখা ছাত্রলীগের একাংশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মূল ফটক অবরোধ করে। অবরোধকারীরা শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স গ্রুপের।
জানা যায়, শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন বিভাগে ২৪ জন শিক্ষক নিয়োগ দেয়। তবে বিজ্ঞপ্তির বাইরে নিয়োগ বোর্ডের সুপারিশকৃত ১৩ জন নিয়োগের সুপারিশ অনুমোদন দেয়নি সিন্ডিকেট। এই ১৩ জনের মধ্যে ভিএক্স গ্রুপের নেত্রী জান্নাতুল নাঈম জেরিও ছিলেন। তার নিয়োগের সুপারিশ বাতিল হওয়ায় ভিএক্সের কর্মীরা মূল ফটক অবরোধ করে।
এ বিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আজকে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে তা অবৈধ। এখানে যোগ্যদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটা বিভাগের নিয়োগ নিয়ে লেনদেনের অডিও ফাঁস হয়েছে। আমরা এই নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আজকের নিয়োগে ছাত্রলীগের জান্নাতুল নাঈম জেরিসহ আরো অনেক ভালো সিজিপিএধারী বাদ পড়েছে। এটা নিয়ে ছাত্রলীগের কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা বিষয়টি দেখছি।’
সিপি