চবিতে ছাত্রলীগের মারামারি, ৭ দিনেও হয়নি তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত কমিটি গঠন করেনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে নানা সমালোচনা।

জানা গেছে, গত ২ মার্চ আলাওল হলের একটি রুম দখলকে কেন্দ্র করে ঝামেলা হয় কনকর্ড ও বিজয় গ্রুপের দুই কর্মীর মধ্যে। এ ঘটনার জেরে পরদিন মঙ্গলবার দুই গ্রুপের মধ্যে তুমূল সংঘর্ষ বাধে। এ ঘটনার রেশে সংঘর্ষ গড়ায় তৃতীয় দিনেও। বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিজয় গ্রুপ ও কনকর্ড গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিজয় গ্রুপ সোহারওয়ার্দী হল থেকে এবং কনকর্ড গ্রুপ শাহাজালাল হলের সামনে থেকে বৃষ্টির মতো ইট ও ভাঙ্গা কাঁচ ছোড়ে। এ ঘটনার রেশ ধরে রাত দেড়টার দিকে স্যার এ এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে নাছিরের অনুসারী সব গ্রুপ। এ সময় তারা হলে ব্যাপক করে তাণ্ডব চালায়। ভাঙচুর করে ৮০টিরও বেশি কক্ষ। ওয়াশরুমের ভেসিনসহ বিভিন্ন জিনিসপত্র, মোটরসাইকেল ভেঙে ফেল। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা।

অন্যদিকে রুম ভেঙে শিক্ষার্থীদের ল্যাপটপ, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ৪টি মোটরবাইক ভাঙচুর করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের দুই গ্রুপের সাথে সমঝোতা করে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আসলেও ১ সপ্তাহ পরও ঘটনা তদন্তে কোনো কমিটি গঠিত হয়নি।

শিক্ষার্থীরা জানান, আগে মারামারির ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে দায় সারতো। যদিও তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখতো না। কিন্তু এবার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন তদন্ত কমিটি পর্যন্ত গঠন করেনি।

শিক্ষার্থীরা আরও জানান, প্রশাসনের নির্লিপ্ততা ও বিচার না করার কারণে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনা। যারা রুম ভেঙেছে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা এখনো তদন্ত কমিটি করিনি। আজ করার কথা ছিল। কিন্তু ভিসি ম্যামের এক নিকটাত্মীয় মারা যাওয়াতে ওনি চলে গেছেন। আমরা কাল-পরশু করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শীঘ্রই বিচার করতে শুরু করবো। আপনারা কিছুদিনের মধ্যেই তা দেখতে পাবেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm