চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আর আসা হবে না রুমির। বন্ধুদের সাথে আড্ডায়ও মেতে উঠবেন না তিনি। দীর্ঘদিন ধরে পায়ের রক্তনালী ব্লকেজ হয়ে শেষপর্যন্ত হার মেনে না ফেরার দেশেই পাড়ি জমিয়েছেন রুমি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে জুমার নামাজের পর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
আরিফা আক্তার রুমি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় উপজেলায়। জন্ডিসের পাশাপাশি দীর্ঘদিন ধরে তার রক্তনালীর ব্লকেজ সমস্যা ছিল।
সুমির সহপাঠী সেফায়েত এ জান্নাত ইফাত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রুমি দীর্ঘদিন ধরে রক্তনালী ব্লকেজজনিত সমস্যায় ভুগছিল। কিছুদিন আগে তার জন্ডিসও ধরা পড়ে।
তিনি বলেন, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরবর্তীতে জুমার নামাজের পর তার দাফন সম্পন্ন হয়।
এমআইটি/সিপি