চন্দনাইশ প্রেস ক্লাবের শীতবস্ত্র পেল শতাধিক অসহায় মানুষ

চট্টগ্রামের চন্দনাইশে শতাধিক অসহায়, দুস্থ ও এতিম মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

s alam president – mobile

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি ও ছড়াকার শাহজাহান আজাদ, চন্দনাইশ থানার এএসআই এনামুল হক, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, সিনিয়র কার্যকরী সদস্য এম ফয়েজুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কমরুউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ফয়সাল চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আমিন উল্লাহ টিপু, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী সদস্য মোক্তার আহমদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী, ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এএস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মো. জাহিদুল ইসলাম, সংগঠক জুবায়ের হোসেন রিয়াজ, সংগঠক গিয়াস উদ্দিন নিরব।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!