শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী গুরুমহারাজের ৩৬তম তিরোধান তিথি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব ভবন সচ্চিদানন্দ ধামে শনিবার (২৩ এপ্রিল) ও রোববার (২৪ এপ্রিল) দুইদিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে শিষ্য সম্মেলন, লীলা কীর্তন, দীক্ষাদান ও মহানামযজ্ঞ।
অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহীর কীর্তনীয়া অনিতা দেবনাথ।
দুইদিনব্যাপী দীক্ষা দান করবেন গুরুধামের প্রধান সেবক প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী।
অনুষ্ঠানে সকল সাধু, ভক্ত-বৈষ্ণবদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সচ্চিদানন্দ ধামের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু এবং অরূপ রতন চক্রবর্তী।