চন্দনাইশে হরগোবিন্দ মহারাজের তিরোধান তিথিতে নানা আয়োজন

শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী গুরুমহারাজের ৩৬তম তিরোধান তিথি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব ভবন সচ্চিদানন্দ ধামে শনিবার (২৩ এপ্রিল) ও রোববার (২৪ এপ্রিল) দুইদিনব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে শিষ্য সম্মেলন, লীলা কীর্তন, দীক্ষাদান ও মহানামযজ্ঞ।

অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহীর কীর্তনীয়া অনিতা দেবনাথ।

দুইদিনব্যাপী দীক্ষা দান করবেন গুরুধামের প্রধান সেবক প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী।

অনুষ্ঠানে সকল সাধু, ভক্ত-বৈষ্ণবদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সচ্চিদানন্দ ধামের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু এবং অরূপ রতন চক্রবর্তী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm