চন্দনাইশে শান্তিবাহিনীর হাতে অপহৃত বাবা-ছেলে ৫ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে শান্তিবাহিনীর হাতে অপহৃত দুই বাসিন্দাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এর আগে তিন জনকে অপহরণ করা হলেও একজনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় অপহরণকারীরা।

শুক্রবার (১৩ জুন) কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি এলাকায় সকাল ৯টা দিকে এ অপহরণের ঘটনা ঘটলেও পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই বাসিন্দা হলেন— ওই এলাকার মো. হারুন (৭০) এবং তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)।

সেনা সূত্রে জানা গেছে, চাইলাছড়ি এলাকা থেকে শান্তিবাহিনীর সশস্ত্র ৮ সদস্য তিন গ্রামবাসীকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে একজনকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়, বাকি দুইজনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে গোয়েন্দা সদস্যরা তাৎক্ষণিক ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন।

এরপর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি এবং ছইল্লাছড়ি এলাকায় ১৮-২০ কিলোমিটারজুড়ে অপারেশন পরিচালনা করে।

সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘেরাও করার পর সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত দুইজনকে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনী পরবর্তীতে তাদের উদ্ধার করে বিকাল সাড়ে ৫টায় পরিবারের কাছে হস্তান্তর করে।

এসব এলাকায় দীর্ঘদিন ধরে শান্তিবাহিনী হাতে অপহরণের ঘটনা ঘটে আসছে। তবে এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অপহৃতদের উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm