চন্দনাইশে বদিউল আলম শাহ (রহ.) হেফজখানার উদ্বোধন

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে শাহছুফি হযরত মাওলানা ছৈয়দ বদিউল আলম শাহ (রহ.) আল সুলতানপুরী ওরফে ইমাম সাহেব দরবার শরীফ প্রাঙ্গণে মোস্তাফা কামাল মঞ্জিলে একটি মডেল হেফজখানা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বাদে যোহর বরকল ১ নম্বর ওয়ার্ডে হযরত ছৈয়দ বদিউল আলম শাহ (রহ.) মডেল হেফজখানা উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জাম’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী।

বরকল বদি ভান্ডার ফাউন্ডেশন পরিচালনায় হেফজখানার প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ মোরশেদুল আলম আল মাইজভান্ডারী, পরিচালক মাওলানা মোহাম্মদ আলী আকবর খান আল কাদেরী ও সাহেবজাদা মোহাম্মদ রিদুয়ান মোস্তাফা।

আরও উপস্থিত ছিলেন খন্দকার পাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনিস, হাফেজ মোহাম্মদ ফোরকান, হাফেজ মোহাম্মদ রায়হান।

উদ্বোধনের দিন সকাল ১০টায় খতমে কোরআন, শিক্ষার্থীদের নাতে রাসূল (দ.) পরিবেশনা বাদে যোহর মুরব্বীদের ইছালে সওয়াব উপলক্ষে মিলাদ কেয়ামসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, কোরআন শরিফ সহিহ-শুদ্ধকরণ প্রত্যেক মুসলমানের মৌলিক দায়িত্ব। মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পর এই ধর্মীয় প্রতিষ্ঠানই অত্র সমাজের মানুষের জন্য নাজাতের উছিলা হিসেবে থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm