চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমের মহোৎসব শুরু শুক্রবার

চট্টগ্রামের চন্দনাইশের শুচিয়ার শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) দু’দিন ব্যাপী বার্ষিক মহোৎসব শুরু হচ্ছে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।

শ্রীমন্ মহাপ্রভুর একনিষ্ঠ পার্ষদ শ্রী অদ্বৈত প্রভুর ৫৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে অষ্টপ্রহর এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠান সূচিতে রয়েছে ঊষালগ্নে ঠাকুরের বাল্যভোগ, দুপুরে পূজা ও রাজভোগ, দুপুর ৩টায় শ্রীমদ্ভগত গীতাপাঠ এবং সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাস।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ, সকালে বাল্যভোগ, দুপুরে রাজভোগ এবং দুপুর ১টায় ও রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে শ্রীনাম কীর্তন শোনাবেন গৌরসুন্দর সম্প্রদায় (ঢাকা), গোপালজিউর সম্প্রদায় (সিলেট), দীপুশ্রী সম্প্রদায় (কুমিল্লা) ও শ্যামা সম্প্রদায় (মাগুরা)।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি নৃপেন্দু দত্ত ও সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস মহোৎসবে সনাতনী ভক্তদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm