চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে এমএ আজিজ স্টেডিয়ামের লাইট টাওয়ারে ধোঁয়া ওঠার পর লাইটবক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামের ফ্লাড লাইটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লাইটবক্সে একটু একটু ধোঁয়া উঠতে দেখে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ ফোন করে খবর দেওয়া হয়।
খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার সময় হঠাৎ করে কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামের লাইট টাওয়ারে ধোঁয়া দেখা যায়।
শহিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ কল দিলে আমাদের পক্ষ থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
আরএ/সিপি