s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন সময় পরিবর্তন

0

চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) এর লেনদেন এবং অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সোমবার (৫ এপ্রিল ২০২১) থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত।

একই সাথে অফিস সময়সূচি হবে সকাল ৯টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। কোভিড-১৯ মহামারীকালে পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় সরকারের নির্দেশনার সাথে সঙ্গতি রেখে এবং বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী অনুযায়ী এ সময় সূচি করা হয়েছে বলে জানান সিইসির সিনিয়র অফিসার তানিয়া তানি।

তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে। বিনিয়োগকারীদেরকে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে লেনদেন চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানোনো হচ্ছে।’

এএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm