চট্টগ্রাম সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপে প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ’-এ প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট বিভাগ।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ কর্তৃক গত ২ জুন জারি করা এক অফিস আদেশে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে রিট আবেদন করা হলে গত মঙ্গলবার (১ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ রুল নিশি জারি করে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেন।

আদালতের আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২ জুনের আদেশ কেন আইনগত কর্তৃত্ববিহীন এবং অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগ একই একই আদেশে প্রশাসক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করেছেন।

চট্টগ্রাম সিমেন্ট ডিলারস গ্রুপের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার এম শফিকুল ইসলাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm