চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘কাউন্সিলর’ মানিক দম্পতির বিরুদ্ধে মামলা ঠুকে দিল দুদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবির আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ পরিচালক মো. আবু সাইদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ পরিচালক মো. আবু সাইদ।

এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে দোকান প্রত্যাশীদের কাছ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাৎ, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ছাড়া মার্কেট নির্মাণ, দোকান বিক্রি ও দোকানে ভাড়ার অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে ২৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ এবং জাগো ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক চুক্তির মাধ্যমে সরকারি জমির দখল হস্তান্তর করে ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে দুদক।

অভিযুক্ত আবুল ফজল কবির আহমেদ মানিক নোয়াখালী জেলার চাটখিল থানার দত্তপাড়ার মকবুল আহমেদের পুত্র।

বর্তমানে চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার ২৩৪, সামছি কলোনীতে স্থায়ীভাবে বসবাস করছেন।

এএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!