চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোকাররম হোসাইন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিজ্ঞ এ আইনজীবীকে নিয়োগ দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
অ্যাড. মোকাররম হোসাইন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা। দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তাঁকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অ্যাড. মোকাররম হোসাইন দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত রয়েছেন এবং সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে সুনামের সঙ্গে মামলা পরিচালনা করছেন। তাঁর এই নিয়োগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইনি কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর অ্যাড. মোকাররম হোসাইন বলেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই দায়িত্ব যথাযথভাবে পালন করে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি এ নিয়োগের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিপি