চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ায় ডা. শাহাদাত হোসেনকে নাগরিক সংবর্ধনা দিল চন্দনাইশ মিডিয়া ক্লাব। সংবর্ধিত অতিথির বক্তব্যে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিগত সময়ে নগরবাসীর ওপর চাপিয়ে দেয়া বাড়তি হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে আনার ঘোষণা দিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিধি বাড়াতে চান বলেও জানান তিনি।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মেয়র ডা. শাহাদাত হোসেনকে চন্দনাইশ মিডিয়া ক্লাবের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সভায় তিনি এসব কথা বলেন।
চন্দনাইশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এমএ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা চন্দনাইশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধারার পাশাপাশি এই উপজেলার কীর্তিমান ব্যক্তিবর্গের স্মৃতিচারণ করেন। এছাড়া রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সফলতা অর্জন করায় বক্তারা মেয়র ডা. শাহাদাতকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি ও যমুনা টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান জামসেদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তীতে ডা. শাহাদাত একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কাউকে অধিকার বঞ্চিত করলে কোনো না কোনোভাবে তা আবার ফিরে পায়, তার উদাহরণ তিনি। তিনিই এখন দেশের একমাত্র মেয়র। এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে ৫ শতাংশ রেভিনিউ সিটি কর্পোরেশন পেলে চট্টগ্রামের উন্নয়নে কোনো বাঁধা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চন্দনাইশ মিডিয়া ক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামসেদ চৌধুরী, সহ-সভাপতি পূরবী দাশ, সাধারণ সম্পাদক এমএ হোসাইন, অর্থ সম্পাদক গোলাম সরওয়ার, সদস্য কামরুল হুদা, দেবজ্যোতি চক্রবর্তী, আবু তালেব বেলাল, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মুজিবুর রহমান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সময় খুবই কম, মাত্র ১৬ মাস। কিন্তু কাজ রয়েছে অনেক বেশি। মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই আগে ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’ দরিদ্র রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার চালু করার পরিকল্পনা কথাও জানান তিনি।
মেয়র আরও বলেন, বিগত সময়ে হোল্ডিং ট্যাক্স গায়ের জোরে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল, তা আর হবে না। এখন হোল্ডিং ট্যাক্স নগরবাসীর সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। চট্টগ্রাম নগরকে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি বানাতে সবাইকে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হবে।
এছাড়া চট্টগ্রাম নগরকে সমৃদ্ধ করতে এর পরিধি বাড়ানোর কথাও তুলে ধরে তিনি।
অনুষ্ঠানে ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান, লেখক, কবি ও সাহিত্যিক অভিক ওসমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের জেলা নাজির জামাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র ভাইস প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর, ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অপর্ণা চরণ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও চন্দনাইশ মিডিয়া ক্লাবের সদস্য আবু তালেব বেলাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শিবলী নোমান রিফাত, নিউজগার্ডেন২৪ এর সম্পাদক কামরুল হুদা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী, চসিক শ্রমিক সংস্থার সাধারণ সম্পাদক আবু তাহের, সিটি কর্পোরেশনের ডিটিও মোহাম্মদ ইয়াছিন, এডভোকেট দেলোয়ার হোসেন, সাংবাদিক নুরুল আলম, আবিদুর রহমান বাবুল ও সৈয়দ শিবলী সাদেক কফিলসহ অনেকে বক্তব্য দেন।
জেডএন/ডিজে