চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ পাঠ গ্রহণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র।

শপথ পাঠ গ্রহণ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শপথ গ্রহণ শেষে নতুন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র বলেন, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম ভৌগলিকভাবে এমন একটি জায়গায় রয়েছে যেখানে পাহাড়, সমুদ্র, পর্যটন, স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে প্রতিটিতে এই চট্টগ্রাম নগরের ওপর দিয়ে যেত হয়। কাজেই চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এটা অস্বীকার করার সুযোগ নেই।

এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm