চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড এবং ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ। অন্যদিকে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বর থেকে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেন।
সাধারণ ওয়ার্ডে ২৫ নম্বর থেকে ৩২ নম্বর ওয়ার্ডে যারা নির্বাচিত হলেন—
২৫ নম্বর রামপুরা ওয়ার্ড
বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন (টিফিন ক্যারিয়ার প্রতীক)
২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড
বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াস (লাটিম প্রতীক)
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড
বিজয়ী হয়েছেন মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী (লাটিম প্রতীক)
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড
বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর (রেডিও প্রতীক)
২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড
বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও প্রতীক)
৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড
বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী (ঘুড়ি প্রতীক)
৩১ নম্বর আলকরণ ওয়ার্ড
কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড
বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া প্রতীক)
সিপি