চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে ২০ সদস্যের দল নিয়ে শনিবার (২৩ জানুয়ারি) সকালে ৩ দিনের সফরে চট্টগ্রাম আসছেন জাতীয় শ্রমিক লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল।
সংগঠনের সাধারণ সম্পাদক এম আজম খসরুর নেতৃত্বে দলটি শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে অবস্থান করে তিনদিন দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মো. রেজাউল করিমের পক্ষে প্রচারণা ও গণসংযোগে অংশ নেবেন।
এ সময় জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথেও মতবিনিময়ে অংশ নেবে প্রতিনিধি দলটি।
এ দলে রয়েছেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম আজম খসরু, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. শহীদ ডাকুয়া, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমদ, সদস্য মুজিবুর রহমান, মো. সাহাব উদ্দিন, হুমায়ন কবির, কাওসার আহমেদ পলাশ, বখতিয়ার আহমেদ, নুরুল ইসলাম, আবু শামীম আহমেদ, শফি বাঙ্গালী প্রমুখ।
রাতে ঢাকা ছাড়ার পূর্ব মুহূর্তে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম আজম খসরু বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কায় ভোট দিয়ে জয় করতে পারলে চট্টগ্রাম শহর হবে যানযট,সন্ত্রাস,দুর্নীতি মুক্ত এবং আধুনিক বাণিজ্যিক নগরে পরিণত হবে। থাকবে না জলবদ্ধতার অভিশাপ। ক্লিন-গ্রিন স্বপ্নের শহর হবে বীর চট্টলা।
এএন/কেএস