চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু ২৪ মার্চ

সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হচ্ছে আগামী ২৪ মার্চ (সোমবার) থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত চলাচল করবে ফেরি।

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু ২৪ মার্চ 1
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি ঘাট নির্মাণকাজ পরিদর্শন করছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান

শনিবার (৮ মার্চ) সকালে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি একথা বলেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, আগামী ২৪ মার্চ থেকে ফেরি চালুর সিদ্ধান্ত হয়েছে। এর আগে কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানো হবে। জোয়ার-ভাটার সময় দেখে ফেরি চলাচলের সূচি ঠিক করা হবে।

এছাড়া গুপ্তছড়া ঘাটের ব্রিজের মাথায় ভাটার সময় কাদার মধ্যে যাতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে না হয় সে ব্যবস্থা করা হবে। এছাড়া স্টিমার ও স্পিডবোটও যেন ভাটার সময় ফেরির জেটিতে যাত্রী উঠানামা করতে পারে সে ব্যবস্থা নিতেও বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

এর আগে গত ৫ মার্চ ফেরি চালু করার কথা থাকলেও জেটির ও ঘাটের কাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm