চট্টগ্রাম শেফ ফাউন্ডেশনের ৮০ সদস্যের নতুন কমিটি গঠন

Growing great chef’s এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম শেফ ফাউন্ডেশনের আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বুধবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জিইসি মোড়ের বনজৌর রেস্টুরেন্ট গ্রুপ এর পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৮০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে শেফ জহির খান ও আক্কাস উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং খোরশেদ আলমকে সভাপতি এবং আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক (প্রধান প্রশাসক) CTG ঘোষণা করা হয়।

চট্টগ্রাম শেফ ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি সর্বদা শেফদের কল্যানমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।

ভবিষ্যতেও সংগঠনটি এই ধারা বজায় রাখতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm