চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। গতবারের অটো পাস নিয়মে শতভাগ শিক্ষার্থী এইচএসসি উত্তীর্ণ হয়। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। গত বছরে জিপিএ-৫ সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বোর্ড এই ফল প্রকাশ করে। ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের মধ্যে ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

এবার পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ।

তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৫৮ শতাংশ ও ৮৮ দশমিক ৭৬ শতাংশ।

ছেলের চেয়ে মেয়েদের ছেলেরা মেয়েদের পাশের হার বেশি প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ‘এই করোনা মহামারী করোনার সময় মেয়েরা যত একাগ্রচিত্তে তাদের পড়াশোনা চালিয়ে গেছে। অনলাইন ক্লাসে রিগুলার এটেন্ড করেছিল। এজন্য তারা পরীক্ষা ভালো করেছে। ছেলেদের চেয়ে তাই মেয়েরা এগিয়ে আছে।’

আইএমএ/আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!