মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হয়েছেন প্রফেসর মুস্তফা কামরুল আখতার।
সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।’
আরএম/এমএফও