চট্টগ্রাম শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

জরুরি বিদ্যুৎ মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (৩০ ডিসেম্বর) রামপুর ও বাকলিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানায়।

৩০ ডিসেম্বর, শুক্রবার

সকাল ৮টা থেকে দুপুর ১২টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরের আওতাধীন ৩৩ কেভি আগ্রাবাদ-রামপুর লাইন, বড়পোল, জি-ব্লক, মইন্যাপাড়া, নিউমুরিং আবাসিক, ব্যারিস্টার প্রকল্প, গোডাউন রোড, গোডাউনের উত্তর গেট, বি-ব্লক বাই লেন, গ্রিনভিউ আবাসিক, সবুজবাগ আবাসিক, শ্যামলী আবাসিক, চুরা ফ্যাক্টরি মোড়, শাপলা আবাসিক, হালিশহর বাস স্ট্যান্ড, এ-ব্লক বাই লেন, জে-ব্লক, আই-ব্লক, এইচ-ব্লক, পি সি রোড, নিউ এ-ব্লক, আর্টিলারি রোড, আনিন্দিপুর, ধোপাপাড়া, বসুন্ধারা আবাসিক, কুরা মসজিদ রোড, টিঅ্যান্ডটি সড়ক, ফকির গলি, খাঁজা হোটেল এলাকা, হাচান শা মাজার রোড, বড় পুকুরের দক্ষিণ ও পূর্ব, ঈদগাঁ বরফ কল, সোনা শাহ মাজার রোড, বাঁশতল, শান্তিবাগ আগ্রাবাদ হাউজিং এলাকা, রঙ্গিপাড়া, রমনা আবাসিক, কে-ব্লক, এল-ব্লক, সোনালী আবাসিক ও কর্ণফুলী আবাসিক

সকাল ৮টা থেকে বিকাল ৪টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়ার আওতাধীন ১৩২/৩৩ কেভি ট্রান্সফর্মার ০২ এর আওতায় ৩৩/১১ কেভি বাকলিয়া, পাথরঘাটা এবং মুরাদপুর উপকেন্দ্রের সকল বহির্গমন ফিডার।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm