রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের সিআরবিতে যুবদলের সাবেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন প্রধান বাণিজ্যিক ম্যানেজার-পূর্ব (সিসিএম)। একইসঙ্গে দরপত্র ছাড়াই তাদের কাজ দিতে হবে বলে দাবি করেন।
অভিযুক্ত ওই যুবদল নেতা হলেন মো. আলী বাদল ওরফে ক্র্যাকার।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড় ৪টার দিকে সিসিএমের দপ্তরে এ ঘটনা ঘটে। এ সময় দলবল নিয়ে সেখানে উপস্থিত হন বাদল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিসিএম দপ্তর অফিস সহায়ক আরেফিন।
জানা গেছে, সোমবার বিকালে ১৩ নম্বর ওয়ার্ড যুবদল সাবেক নেতা বাদল রেলের ঠিকাদারি কাজের নেওয়ার জন্য দপ্তরে ঢুকতে চান। এ সময় আরেফিন তাদের মিটিং আছে বলে ভেতরে যেতে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা ভেতরে যান বাদল। ভেতরে গিয়ে তিনি প্রধান বাণিজ্যিক ম্যানেজার মো. মাহবুবুর রহমানকে হুমকি ও লাঞ্ছিত করেন তিনি। ওই দপ্তরের কাজ কোনো দরপত্র ছাড়াই দেওয়া জন্য তাদের শাসিয়ে দেন।
আরও জানা গেছে, খুলশী থানার সন্ত্রাসী তালিকায় নাম ছিল বাদলের। তবে মঙ্গলবার রাতেই তিনি ট্রেনে করে চট্টগ্রাম ছাড়েন।
প্রধান বাণিজ্যিক ম্যানেজার (পূর্ব) মো. মাহবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে যুবদলের সাবেক নেতা মোহাম্মদ আলী বাদলকে মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেএস/ডিজে