রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বেড়েছে বখাটেদের উৎপাত। দরপত্র, মাল সরবরাহ, বেচাকেনাসহ বিভিন্ন কাজে আসা লোকজনদের থেকে টাকা হাতিয়ে নেয় এ চক্র। রেলের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে ঠিকাদার পর্যন্ত এ নিয়ে ভোগান্তি পোহাচ্ছে। এ নিয়ে নিরাপত্তা জোরদারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) দাপ্তরিক চিঠি দিয়েছে বিভাগীয় সরঞ্জাম দপ্তর।
গত ২২ ডিসেম্বর জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (সার্বিক) আসিফ উল ইসলাম স্বাক্ষরে এ চিঠি দেওয়া হয় আরএনবিকে।
চিঠি পাওয়ার পর সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পাহাড়তলীর বিভাগীয় সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তর গেটে নিরাপত্তা জোরদার করেছে আরএনবি।
আরএনবির সিপাহী মোহাম্মদ আলী জানান, দাপ্তরিক চিঠির ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, রেলওয়ে সিআরবি দপ্তর, ডিআরএম অফিস, ভূসম্পদ দপ্তর, ডিসিও দপ্তর, ওয়ার্কশপ, ডিইএন (১) ও (২), সিওএস, সিসিএম দপ্তরে বখাটের উৎপাত বেশি। রেলে ঠিকাদারদের কাছ থেকে তারা সুযোগ বুঝে ৫০০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। মালামাল সরবরাহ ও গুদামজাত করার সময় তাদের উৎপাত আরও বেড়ে যায়।
বিভাগীয় সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় তথ্যসংগ্রহে সংবাদকর্মী ও দপ্তরে কর্মরতরা ছাড়া বাকিদের বৈধতা শনাক্ত শেষে ঢুকতে হবে। সকলের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত।’
জেএস/ডিজে