বিভিন্ন তেল কোম্পানির ডিপো থেকে রেলওয়ে স্টেশনে তেল আসার সময় দীর্ঘদিন ধরে চুরি করে আসছে একটি চক্র। তেলের ওয়াগনে পাইপ লাগিয়ে দিনের পর দিন তেল চুরি করে আসছে তারা। তবে এবার এক পথচারীর মুঠোফোনে ধারণ করা তেল চুরির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরপর এ ঘটনায় ১৩ জন কর্মচারীকে তলব করা হলেও অভিযুক্তদের জবানবন্দি শেষে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
সোমবার (২৮ অক্টোবর) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ছয়জন হলেন—রেলের অস্থায়ী কর্মচারী আবু তাহের, আরএনবির নায়েক ইয়াসির আরাফাত, হাবিলদার জসিম উদ্দিন সরকার, সিপাহী বাবলু মিয়া, ট্রেনচালক মাইদুল ইসলাম, সহকারী ট্রেন চালক গোলাম সরওয়ার।
জানা গেছে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন তেল কোম্পানির (পদ্মা, মেঘনা ও যমুনা) ডিপো থেকে রেলওয়ে স্টেশনে তেলের ওয়াগন যাতায়াতের সময় পাইপ বসিয়ে তেল চুরি করে আসছিল। শনিবার (২৬ অক্টোবর) বন্দর এলাকার সল্টগোলা মহেশখালের ওপর ব্রিজের পাশে রেলওয়ে ওয়াগন থেকে অবৈধভাবে পাইপ লাগিয়ে তেল চুরির করে লরির ট্যাংকে ভরা হচ্ছিল। এসময় এক পথচারী তা ভিডিও করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। পরে বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু করে পূর্বাঞ্চল পরিবহন বিভাগ।
এ ঘটনায় জবানবন্দি নিতে শনিবার অভিযোগকারী মাহমুদুল হাসানসহ আরএনবির হাবিলদার আমিনুল ইসলাম, সিপাহী সাদ্দাম হোসেন, সিপাহী কাউসার হোসেন, পোস্টিং হাবিলদার জসিম উদ্দিন, অস্থায়ী কর্মচারী আবু তাহের, ট্রানজিট ইয়ার্ড নায়েক ইয়াসিন আরাফাত, সিপাহী জসিম উদ্দিন সরকার, সিপাহী বাবলু মিয়া, সিজিপিওয়াই স্টেশন মাস্টার আবদুল মালেক, ইয়ার্ড মাস্টার মৃণাল কান্তি দাশ, ট্রেনচালক সহিদুল ইসলাম, সহকারী চালক গোলাম সরোয়ারকে বিভাগীয় পরিবহন অফিসে তলব করা হয়।
পরে যাচাইবাচাই করে আবু তাহের, ইয়াসির আরাফাত, জসিম উদ্দিন সরকার, বাবলু মিয়া, মাইদুল ইসলাম, গোলাম সরওয়ারসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। তবে তেলের ওয়াগনটিতে সেদিন আরএনবি গোয়েন্দা শাখার স্কট থাকলেও রহস্যজনকভাবে কাউকে শাস্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বলেন, চুরি বা অনিয়মের বিষয়ে আমরা জিরো টলারেন্স। ঘটনার পর আরএনবির তিন সদস্যসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিএম/ডিজে