চট্টগ্রামে রেলওয়ে গভর্নমেন্ট পুলিশ (জিআরপি) ব্যারাক ঘেঁষেই অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রেলের সীমানা দেয়াল নির্মাণকাজে বন্ধ রয়েছে।
এ কাজে জিআরপির মদদ থাকার অভিযোগ উঠলেও তারা বিষয়টি অস্বীকার করেছে। তবে এ বিষয়ে ঠিকাদারের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানান রেলের বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব)।
রোববার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের সিটি কলেজের বিপরীতে জিআরপি ব্যারাক ঘেঁষা জায়গায় দেখা গেছে, বেশ কয়েকটি কাপড় ও ত্রিপল টাঙিয়ে ভেতরে দোকান নির্মাণের কাজ চলছে। আর পাশেই রেলের সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছে।
এসব দোকান নির্মাণের কারণে সীমানা দেয়াল নির্মাণকাজ বন্ধ রাখতে হয়েছে ঠিকাদারকে।
এদিকে চারদিনব্যাপী ঢাক-ঢোল পিটিয়ে ষোলশহরসহ বেশ কয়েকটি জায়গা উচ্ছেদ কার্যক্রম চালালেও রেলের অন্য জায়গায় চলছে অবৈধ দোকান নির্মাণের কাজ।
এ বিষয়ে জানতে রেল ভূসম্পত্তি বিভাগ পাহাড়তলীর কানুনগো আবদুস সালামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেল জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জিআরপি কোনো দোকান নির্মাণকাজ করছে না। কেউ আমাদের নাম বিক্রি করতে পারে।’
রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দ্রুতই ব্যবস্থা নিতে রেল ভূসম্পত্তি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছি।’
জেএস/ডিজে