রাত প্রায় পৌণে ১২ টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রামের এক উর্ধ্বতন কর্মকর্তার মুঠোফোনে চুরির শঙ্কা নিয়ে একটি কল আসে। কল পাওয়ার পর চোরকে হাতে-নাতে ধরতে দেন নির্দেশনা দেন তিনি। চোরকে ‘না ধরে’ আরএনবি সদস্যরা উল্টো আড়ালে চলে যায়। সব ফাঁকা দেখে মনের সুখে রুমে থাকা কম্পিউটার মনিটর, সিপিও, প্রিন্টারসহ লক্ষাধিক টাকা মূল্যবান মালামাল নিয়ে নিচে নামতেই চমকে উঠে চোর। চোরকে ‘স্বাগত’ জানাতে নিচে দাঁড়িয়ে আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার (৬নভেম্বর) রাতে চট্টগ্রামের কোতোয়ালীর পলোগ্রাউন্ড টিএ ব্রাঞ্চের দপ্তরে এই ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার মালামালসহ খুলশী মতিঝর্ণা লালখান বাজার এলাকার মৃত আবুল খায়েরের পুত্র সজীবকে (২৪) গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
আরএনবি সিআই মাসুদুর রহমান জানান, ‘চিফ কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট স্যারে নির্দেশে আমরা কৌশল গ্রহণ করে ভবন ফাঁকা দেখিয়ে আড়ালে চলে যাই। চোর সব ফাঁকা ভেবে মনের সুখে লধাধিক টাকার কম্পিউটার মালামালসহ নিচে নামলে তাকে গ্রেফতার করি।
উদ্ধারকৃত মালামালের মধ্যে ৩টি কম্পিউটার মনিটর, ২ টিসিপিও, ১টি ইউপিএস, ১টি প্রিন্টার মেশিন, দা ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি।
আরএনবির কমান্ড্যান্ট মোহাম্মদ শহীদ উল্লাহ চুরির ঘটনায় মামলা ও আসামীকে আদালতে সোপর্দ করা প্রস্তুতি চলছে।
জানা যায়, সম্প্রতি দেশে পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর টহল কিছুটা শিথিল থাকায় রেলওয়ে এলাকার বিভিন্ন ঘরবাড়ি, সরকারি দপ্তরগুলোতে চুরি বৃদ্ধি পায়। গত অক্টোবরে পাহাড়তলী রেলওয়েদপ্তরে চুরির ঘটনাও ঘটে।
জেএস/এমএহক