রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে একটি ডিপোয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চৌকির প্রধান পরিদর্শকের (সিআই) রুমে তালা দিলেন উপ-পরিদর্শক (এসআই)।
শনিবার (২৯ জুন) সকালে পাহাড়তলী রেলওয়ে নিউ স্টোর ডিপোয় আরএনবির চৌকিতে এ ঘটনা ঘটে। এ সময় সিআই ইসরাইল মৃধার দপ্তরে এসআই মো. হাবিবুল্যাহ তালা ঝুলিয়ে দেন।
জানা গেছে, রেলওয়ে নিউ স্টোর ডিপোতে সিআই হিসেবে কর্মরত আছেন সিআই ইসরাইল মৃধা। গত ২৬ মে তাকে বদলি করে তার জায়গায় এসআই মো. হাবিবুল্যাহকে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়।
কিন্তু আদেশ জারি হলেও পরদিন ২৭ মে ইসরাইল মৃধা সন্তানের পরীক্ষার কারণ দেখিয়ে আরও ছয় মাস নিজ কর্মস্থলে থাকতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
তালা দেওয়া বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন এসআই মো. হাবিবুল্ল্যাহ। তিনি বলেন, ‘আমি চিফ কমান্ড্যান্টকে জানিয়ে তালা দিয়েছি।’
সিআই ইসরাইল মৃধা বলেন, ‘আমায় বদলি করা এবং আমার আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নমনীয়। আবেদনের পর আমার স্থলে জুনিয়র এসআইকে দায়িত্ব বুঝিয়ে দিতে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু শনিবার হঠাৎ এসআই হাবিবুল্লাহ এসে আমার কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেয়।
সিআইয়ের কক্ষে তালা দিতে নির্দেশে দিয়েছেন কিনা, জানতে চাইলে চিফ কমান্ড্যান্ট (পূর্ব) জহিরুল ইসলাম বলেন, বাহিনীর প্রধান হয়ে কিভাবে এসআইকে একজন সিআইয়ের রুমে তালা ঝুলিয়ে দেওয়া নির্দেশ দেবো?
এমন ঘটনায় এসআই হাবিবুল্ল্যাহকে প্রশাসনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানান জহিরুল ইসলাম।
জেএস/ডিজে