চট্টগ্রাম রেলের মার্শালিং ইয়ার্ডের সেই আরএনবি সদস্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের জের

পূর্বাঞ্চল চট্টগ্রামের মার্শালিং ইয়ার্ডের আরএনবির সেই হাবিলদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) আরএনবির চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. রেজওয়ান-উর-রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। আদেশে আরএনবির অস্ত্র শাখার সিআই মো. রেজওয়ানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অভিযুক্ত আরএনবি হাবিলদারের নাম হাফিজুর রহমান।

s alam president – mobile

এর আগে গত ২৮ মার্চ দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনে চট্টগ্রামে রেলপথে মাদকপাচারে নিরাপদ মার্শালিং ইয়ার্ড, বেচাকেনার নিয়ন্ত্রণে তিনজন—শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদর মাদকপাচারকারীদের সঙ্গে আরএনবির হাফিজুর সখ্যতা ও ইয়ার্ডের আশপাশের এলাকার দোকান থেকে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, আরএনবিতে পোস্টিং হাবিলদার বলতে কোনো পদ নেই। পোস্টিং হাবিলদার বলতে ক্যাশিয়ার বুঝানো হয়। চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম ২০২২ সালের ২২ অক্টোবর হাফিজুর রহমানকে পোস্টিং হাবিলদার (ক্যাশিয়ার) পদে বসান।

Yakub Group

তদন্তকারী কর্মকর্তা সিআই রেজওয়ানুর রহমান বলেন, ‘আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’

রেলওয়ে বিভাগীয় তত্ত্বাবধায়ক আবিদুর রহমান বলেন, ‘হাফিজুরকে তাৎক্ষণিক বদলি করতে বলেছিলাম।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!