চট্টগ্রাম রেলের ট্রেনিং একাডেমিতে রহস্যজনক চুরি

রুমের তালা অক্ষত থাকলেও ভেতরে নেই মালামাল—এমনই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমিতে (আরটিএ)। রুমের ভেতর থেকে তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (২ জুন) গভীর রাতে হালিশহরের আরটিএ’র দ্বিতীয় তলার মডেল রুমে এ চুরির ঘটনা ঘটে।

রেল কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে অফিস খুললে দেখা যায় দ্বিতীয় তলার মডেল রুমের ভেতরে থাকা তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ নেই। একইসঙ্গে সিলগালা করা তালার গায়ে তারিখ ছিল ২৮ মে, সেই তালাও ভাঙা হয়নি।

কিন্তু গত ২ জুনও অফিস খোলা হয়েছে বলে দাবি করেন মডেল রুমের দায়িত্বে থাকা আরএম (সিগন্যাল) রেজাউল করিম। সেই হিসেবে তালার গায়ে সিলগালার তারিখ ২ জুন থাকার কথা।

এ ঘটনায় বন্দর থাকায় অভিযোগ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। সেই অভিযোগে চুরি হওয়া মালামালের মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার টাকা। একইসঙ্গে মডেল রুম থেকে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে একাডেমির কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি হওয়া এসব যন্ত্রপাতি ও তামার তারের মূল্য লাখ টাকার ওপর।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মো. এয়াছিন বলেন, ‘মডেল রুমের সিলগালা ঠিক আছে। এই ঘটনা রহস্যজনক চুরির ঘটনা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

রেলওয়ে ট্রেনিং একাডেমির মডেল রুমের দায়িত্বে থাকা এসআই (সিগন্যাল) রেজাউল করিম বলেন, ‘২ জুনও অফিস খোলা হয়েছে। কিভাবে এই চুরি হয়েছে, তা পুলিশ তদন্ত করছে।’

ট্রেনিং একাডেমির দায়িত্বরত চিফ ট্রেনিং অফিসার তরুণ কান্তি বালা বলেন, ‘চুরির ঘটনায় বন্দর থানায় রেলের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm