চট্টগ্রাম রেলের জিএম-স্টেশন মাস্টারসহ ৭ জন পাচ্ছেন সম্মাননা

দেশের রেলস্টেশন, ট্রেন থেকে শুরু করে সকল কার্যালয় ধূমপান ও তামাকমুক্ত করায় সম্মাননা পাচ্ছেন সাত কর্মকর্তা ও কর্মচারী। এরমধ্যে পূর্বাঞ্চলের জিএমসহ রয়েছে তিনজন। যাদের দু’জন চট্টগ্রামের ও অপরজন ঢাকার।

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ রেলওয়ে তামাক ফ্রি (আইএমবিআরটিএফ) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করায় তাদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ ফ্রেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকা রেলভবন যমুনা সভাকক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

s alam president – mobile

রেলওয়ের চার ক্যাটাগরির মধ্যে রেলপথ মন্ত্রণালয় হতে উপসচিব প্রশাসন (২) তৌফিক ইমাম, ‘ক’ ক্যাটাগরিতে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার; ‘খ’ ক্যাটাগরিতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা) শাহ আলম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) সুফী নুর মোহাম্মদ সম্মাননা পাবেন।

এছাড়া ‘গ’ ক্যাটাগরিতে চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম, রাজশাহীর স্টেশন ম্যানেজার আব্দুল করিমকে সম্মাননা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মো. হুমায়ুন কবির।

Yakub Group

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!