চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় থেকে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে গর্ভনমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। এ সময় তার কাছ থেকে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ১০টি টিকিট জব্দ করা হয়।
আটক যুবকের নাম আরিয়ান হোসেন (২৩)। তিনি কোতোয়ালী থানার বানিয়াটিলা এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় নতুন স্টেশনের গ্রামীনফোন কাস্টমার কেয়ারের সামনে থেকে টিকিটসহ ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রেল পুলিশ। এ সময় তারা আরিয়ানকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০টি উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকিট জব্দ করা হয়।
বুধবার সকালে টিকিট কালোবাজারি মামলায় আরিয়ানকে আদালতে পাঠানো হয় বলে জানান জিআরপির ওসি শহিদুল ইসলাম।
জেএস/ডিজে