চট্টগ্রাম রেলস্টেশনে আনসারসহ ৩ টিকিট কালোবাজারি আটক

ঈদ এলেই চট্টগ্রাম রেলস্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি বেড়ে যায়। চড়া দামে টিকিট বিক্রি করে প্রায় সময় পার পেলেও এইবার গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তাদের হাতে আটক হলো ৩ টিকিট কালোবাজারি। এর মধ্যে একজন আবার আনসার সদস্য।

শনিবার (১৫ জুন) চট্টগ্রাম রেলস্টেশনে দুপুর ২টা ২০ মিনিটে টিকিটসহ ৩ কালোবাজারিকে আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই। আটকের পর দ্রত তাদের রেলওয়ে পুলিশ জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন স্টেশন আনসার সদস্য স্বপন মিয়া, স্টেশনে নামকরা টিকিট কালোবাজারি মজনু মিয়া ও রুবেল।

চট্টগ্রাম রেল পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওসিকে হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm