চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্তর্বর্তীকালীন সময়ে জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
২৬ অক্টোবর বিকালে সদরঘাটের একটি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম পর্বের ২৩-২৪ কমিটির সভাপতি মনোজ কুমার সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভার দ্বিতীয় পর্বে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একইসঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও দুইজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীকে মনোনীত করা হয়। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী এবং বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজকে।
নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক করা হয় হিল্লোল রায় এবং সদস্যসচিব করা হয় সংকলন বড়ুয়াকে। এছাড়া সদস্যরা হলেন—অশোক চৌধুরী, মনোজ কুমার সরকার, যুবরাজ দাশ, রুবেল বড়ুয়া, পঙ্কজ কুমার নাথ, দুলাল কান্তি চৌধুরী, ত্রিদিব দাশ ছোটন।