চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্য নিরসন পরিষদে’র সভা

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘বৈষম্য নিরসন পরিষদে’র সভায় বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক প্রকৌশলী ফরহাদ রশিদ। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব আবু মোহাম্মদ মাসুদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শাখা কর্মকর্তা মুহাম্মদ আসিফ আল হোছাইন, আমীর আহমেদ, সুকান্ত বিশ্বাস, মো. রাশেদুল আলম রাসেল, সানজিদা আক্তার, ফয়সাল আলম, সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা অবিলম্বে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান।

তারা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়াগুলো অনতিবিলম্বে সমাধানের জন্য জোর দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm