চট্টগ্রাম মেডিকেল থেকে আবারও দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আবারও এক দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে আটক করা হয়।

আটক দালালের নাম দিলীপ বড়ুয়া (১৮)। সে অক্সিজেনের রৌফাবাদের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারি, ‘দিলীপ মেডিকেল থেকে রোগী ভাগিয়ে তার পছন্দের ল্যাবে নিয়ে যেত। ওষুধের দোকানে নিয়ে গিয়ে বাড়তি দামে ওষুধ কিনতে বাধ্য করত। বিনিময়ে সেসব দোকান ও ল্যাব থেকে বড় অংকের কমিশন পেত।’

আটক দিলীপের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আশেক।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm